গাজীপুর নগরে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের জন্য স্থানীয় এক যুবলীগ নেতা ফ্রি অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সেবা শুরু করেছেন।
রোববার দুপুরে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও মহানগর যুবলীগ নেতা হিরা সরকার মহানগরের চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এই সার্ভিসের উদ্বোধন করেন।
হিরা সরকার জানান, করোনা রোগীদের বিনামূল্যে সহায়তা দিতে মহানগরের আটটি থানায় এবং ৫৭টি ওয়ার্ডে ১০০টি অক্সিজেন সিলিন্ডার মজুত রাখা হয়েছে। এছাড়া মহানগরের আট থানা এলাকার করোনা রোগীদের হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা আছে; এজন্য রোগীকে কোনো খরচ বহন করতে হবে না।