দেশে চিন্তা বাড়াচ্ছে নয়া স্ট্রেন, Covid-এর এই চার প্রজাতি কতটা বিপজ্জনক? জানুন...
দেশ জুড়ে Covid-এর মৃত্যুর দৈনিক সংখ্যা বাড়লেও নতুন করে আক্রান্তের সংখ্যা কমেছে। ২০১৯ সালের শেষ থেকে সারা পৃথিবীতে দাপিয়ে বেড়াচ্ছে এই মারণ রোগ। নিজের চরিত্রও বার বার পরিবর্তন করছে। বদলে যাচ্ছে Covid-এর উপসর্গও। দেড় বছরেরও বেশি সময়ে বদলে গিয়েছে করোনার লক্ষণও। আগে যে উপসর্গগুলি ধরা পড়লেই করোনা সম্পর্কে সাবধান হওয়া যেত, বর্তমানে বদলে গিয়েছে লক্ষণগুলিও। যা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে চিকিৎসক মহলে।