উপহারের ঘরেও ফাটল!

সমকাল আবদুল গাফফার চৌধুরী প্রকাশিত: ১০ জুলাই ২০২১, ১০:৫৪

ছোটবেলায় একটা গল্প শুনেছিলাম। এক শীতের রাতে একদল শিয়াল জঙ্গলে একত্র হয়ে তাদের স্বভাবধর্ম অনুযায়ী হুয়াক্কা হু করছিল। রাজা তা শুনে ভাবলেন শিয়ালেরা কাঁদছে। তিনি তার মন্ত্রী-আমলাদের ডেকে জিজ্ঞাসা করলেন, শিয়ালরা কাঁদছে কেন? দুর্নীতিবাজ আমলারা ভাবল, এই তো সুযোগ দু'পয়সা কামাবার। তারা রাজাকে জানাল, শিয়ালগুলো দারুণ শীতে তাদের কষ্টের কথা রাজাকে জানানোর জন্য কাঁদছে। রাজা বললেন, আহা বেচারারা। যত টাকা লাগে কোষাগার থেকে নিয়ে শিয়ালদের জন্য কম্বল কিনে দাও। আনন্দে গদগদ হয়ে আমলারা টাকা ভাগ করে নিজেদের পকেটে ঢুকিয়ে ঘরে ফিরে গেল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও