![](https://media.priyo.com/img/500x/https://www.bd-pratidin.com/assets/news_images/2021/07/10/og/091430_bangladesh_pratidin___l.gif)
কেন ভিটামিন ডি প্রতিদিন খেতে হবে?
বাংলাদেশ প্রতিদিন
প্রকাশিত: ১০ জুলাই ২০২১, ০৯:০৭
শরীরে ভিটামিন ডি'র ঘাটতি হলে শিশুদের রিকেট রোগ হয় অর্থাৎ পা বেঁকে যেতে পারে, মাথার খুলি বড় হয়ে যেতে পারে। বেশিদিন এই রোগে ভুগলে রোগ-প্রতিরোধ ক্ষমতা কমে শরীরের স্বাভাবিক বৃদ্ধিও ব্যাহত হতে পারে। এছাড়াও অকালে ডায়াবেটিস টাইপ-১, হৃদরোগ, বয়স্কদের হাড় জনিত ক্ষয়রোগ, ক্যান্সার হতে পারে। ক্যালশিয়ামের শোষণ ও ফসফরাসের মাত্রা নিয়ন্ত্রণ করে ভিটামিন ডি।
- ট্যাগ:
- লাইফ
- ভিটামিন ডি
- প্রয়োজনীয়তা