কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাংলায় সংক্রমণ নিম্নগামী, উদ্বেগ চার জেলা নিয়ে

এইসময় (ভারত) পশ্চিমবঙ্গ প্রকাশিত: ০৯ জুলাই ২০২১, ২০:২৩

সংক্রমণে স্বস্তি ফিরছে রাজ্যে। সামান্য কমল বাংলার দৈনিক সংক্রমণ।বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার রাজ্যে সামান্য কমল সংক্রমণ। তবে চার জেলার সংক্রমণ নিয়ে উদ্বেগ। গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৯০ জন। একদিনে রাজ্যে করোনায় প্রাণ হারিয়েছেন ১৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৪২৪ জন। রাজ্যে সুস্থতার হার ৯৭.৭৮ শতাংশ।


রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন সূত্রে জানা যাচ্ছে, বাংলায় মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ১০ হাজার ২০৮। মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৭৬ হাজার ৬৩২ জন। মোট মৃতের সংখ্যা ১৭ হাজার ৮৮৬। এই মুহূর্তে রাজ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৫ হাজার ৬৯০। রাজ্যের চার জেলা চিন্তা বাড়াচ্ছে। যদিও বৃহস্পতিবারের থেকে কমেছে সংক্রমণ। কলকাতায় একদিনে আক্রান্ত হয়েছেন ৭৩ জন। উত্তর ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৯৪ জন। পশ্চিম মেদিনীপুরে আক্রান্তের সংখ্যা ৬৯ জন। দার্জিলিংয়ে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৫ জন। বৃহস্পতিবার এই জেলায় দৈনিক সংক্রমণ ছিল ৮৮ জন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও