![](https://media.priyo.com/img/500x/https://www.ittefaq.com.bd/image-contents/600x315x1x1/news-photos/2021/07/09/image-258549-1625831056.jpg)
খাগড়াছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফের ৪ সন্ত্রাসী আটক
খাগড়াছড়ির গুইমারায় সেনাবাহিনীর অভিযানে দুটি দেশি তৈরি অস্ত্র, চাঁদাবাজির টাকা ও চাঁদা আদায়ের রশিদসহ ইউপিডিএফের চার সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
শুক্রবার (৯ জুলাই) গোপন সূত্রে খবর পেয়ে গুইমারা রিজিয়নের আওতাধনি সিন্ধুকছড়ি জোনের সেনাবাহিনীর একটি টহলদল গুইমারার ছনখোলাপাড়া নামক এলকায় অভিযানচালিয়ে ঐ চার সন্ত্রাসিকে আটক করে।