রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছে ৮৩৩ জন। বিভাগে শনাক্তের হার ৩১ দশমিক ৩৯ শতাংশ। এ নিয়ে বিভাগে করোনায় মৃতের সংখ্যা ৬২৪ জনে দাঁড়িয়েছে।
শুক্রবার (৯ জুলাই) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম।