সুইমিংপুল নয়, যেন পানির নিচে নতুন শহর

প্রথম আলো সংযুক্ত আরব আমিরাত প্রকাশিত: ০৯ জুলাই ২০২১, ১৫:০৫

সাইকেলে বসে আছেন এক ব্যক্তি। আরেক ব্যক্তি তা পেছন থেকে ঠেলছেন। এটা খুবই সাধারণ দৃশ্য। কিন্তু যে দৃশ্যের কথা বলা হচ্ছে সেটি একেবারেই মামুলি নয়। কারণ এই পুরো দৃশ্যটি পানি নিচের। পানির নিচে এমন এক অন্য জগৎ বানিয়েছে সংযুক্ত আরব আমিরাত।


সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের সর্বোচ্চ ভবন, সবচেয়ে বড় শপিং মলসহ আরও কিছু স্থাপনার জন্য এমনিতেই পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় শহর দুবাই। এবার সেখানে চালু হচ্ছে গভীরতম সুইমিংপুল। এটিকে শুধু সুইমিংপুল বলা ভুল হবে। এ যেন পানির নিচে আস্ত এক শহর। কারণ এই গভীরতম সুইমিংপুলে রয়েছে  শুটিংয়ের স্টুডিও, গাড়ি, রেস্তোরাঁ, খেলার জায়গাসহ বিনোদনের আরও অনেক ব্যবস্থা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও