মিরপুরের চেকপোস্টে গাড়ির চাপ নেই
গত সোমবার থেকে ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান খুলে দেয়ার পর কঠোর লকডাউনের মধ্যেও রাজধানীর সড়কে বাড়তে থাকে ব্যক্তিগত গাড়ির চাপ। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার (৯ জুলাই) সকাল থেকেই প্রধান সড়কে ব্যক্তিগত গাড়ির উপস্থিতি ছিল। অলি-গলির দোকান, বাজারে মানুষের ভিড়ের পাশাপাশি ছিল রিকশার জট। মিরপুরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে এমন চিত্র।
সকালে মিরপুর ১০ নম্বর এলাকায় পুলিশের দুটি চেকপোস্টে পুলিশকে বেশ চাপমুক্তভাবেই কাজ করতে দেখা গেছে। গাড়ি, মোটরসাইকেলকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিচ্ছিলেন ট্রাফিক পুলিশের সদস্যরা। অন্যদিকে রিকশা চলেছে বাধাহীনভাবে। ১০ নম্বর গোলচত্বরের চারপাশে প্রচুর খালি রিকশাকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে যাত্রীর অপেক্ষায়।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর আগে