কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রাজনীতিক ও আমলা যার যার স্থানে থাকুন

বাংলাদেশ প্রতিদিন মেজর জিল্লুর রহমান (অব.) প্রকাশিত: ০৯ জুলাই ২০২১, ০০:০০

আমলাদের ক্ষমতার উৎস রাজনীতিকরা। মীমাংসিত বিষয় নিয়ে অযথা কালক্ষেপণ পন্ডশ্রম মাত্র। সংসদে আমলানির্ভরতা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন রাজনীতিকরা। আমলা-রাজনীতিক ক্ষমতা দক্ষতা মর্যাদার মনস্তাত্ত্বিক সুপ্ত লড়াই সভ্যতার প্রাচীন রসায়ন। রাষ্ট্র পরিচালনায় রাজনীতিক আর আমলা অবিচ্ছেদ্য উপকরণ। হৃৎপিন্ডের দুটি বাল্ব যেমন সমন্বয় করে স্বীয় কাজ করে শরীর সচল রাখে। সংসদের আলোচনায় রাজনীতির কিছু নেই, জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কোনো বিতর্ক নেই, মাথাব্যথা নেই। জনসেবার দায়িত্ব পাশ কাটিয়ে সংসদে আলোচিত হয় আইন বিভাগ, নির্বাহী বিভাগ কার ওপর কে, তাতে দেশের কী উপকার হবে। অবস্থা দেখে মনে হচ্ছে কাজের চেয়ে আমি কত বড় পদের তার স্বীকৃতি আদায় করা বড় কাজ। জওহরলাল নেহরু একবার বলেছিলেন, ‘আমাকে প্রধানমন্ত্রী না বলে সেবক বললে আমার কাজের সঙ্গে সংগতি হবে’। কথাটির ভাবার্থ আমাদের রাজনীতিকদের রপ্ত করা দরকার। ডিম আগে না মুরগি আগে- এ গবেষণায় করোনায় ঘরে বন্দীর পেটে আহার কি আসবে? কে জোটাবে তাদের অন্ন সে কথা জবানে এলো না নেতাদের। মির্জা ফখরুল আর জি এম কাদেরের একঘেয়েমি জিকির, পালাগান আর কবিগানের চর্বিতচর্বণে মানুষ বিরক্ত। রাজনীতি কোথায়? নেতারা আত্মস্বার্থ হাসিলে লড়াই চালাচ্ছেন। জনগণের দুর্দশা লাঘবের নেতার আজ অভাব।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও