You have reached your daily news limit

Please log in to continue


পাচারের সুযোগ কম বলেই কি কালো টাকা সাদার রেকর্ড?

বিদায়ী অর্থবছরে রেকর্ড ২০ হাজার ৬০০ কোটি কালো টাকা সাদা হয়েছে৷ ১১ হাজার ৮৫৯ জন ব্যাক্তি কালো টাকা বৈধ করেছেন৷ দেশ স্বাধীনের পর কালো টাকা সাদা করা অতীতের সব রেকর্ড এবার ভেঙে গেছে৷ করোনা মহামারির মধ্যে হঠাৎ করে এত কালো টাকা এল কোথা থেকে? কেনইবা প্রায় ১২ হাজার মানুষ কালো টাকা সাদা করলেন? জানতে চাইলে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) গবেষণা পরিচালক মাহফুজ কবীর ডয়চে ভেলেকে বলেন, ‘‘বাংলাদেশে কালো টাকার উৎস তো কখনই জানা যায় না৷ আর এবার অনেক বেশি কালো টাকা সাদা হওয়ার দু'টো কারণ আমার কাছে মনে হয়েছে৷ প্রথমত, করোনার কারণে সারা বিশ্বই আক্রান্ত৷ যারা টাকা পাচার করেন তারা এই সময়ে পাচারের সুযোগটা পাননি৷ ফলে তাদের কাছে যে বিশাল অংকের টাকা রয়ে গেছে সেটা সরকারের বিশেষ সুযোগের ফলে সাদা করে নিয়েছেন৷ আর দ্বিতীয় কারণ হল, এর আগে কখনই কোন সরকার এমন সুযোগ দেয়নি, যেটা গত অর্থবছরে ছিল৷ সেটা হল, কালো টাকা সাদা করলে কেউ কোন ধরনের প্রশ্ন করতে পারবে না এবং পুরো টাকার উপর মাত্র ১০ শতাংশ কর দিলেই টাকাটা বৈধ হয়ে যাবে৷ এটা তো বিশাল সুযোগ৷’’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন