![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-07%252Fe3df5ad2-ac65-4250-bc4f-d54b41deb556%252Fprothomalo_bangla_2020_12_e1e2a418_90a8_4948_bb00_a6b523fa502c_mustafiz.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D720%26dpr%3D1.0)
বাংলাদেশে কালোটাকা সোয়া ৯ লাখ কোটি
প্রথম আলো
প্রকাশিত: ০৮ জুলাই ২০২১, ১৬:০১
অস্ট্রিয়ার অর্থনীতিবিদ অধ্যাপক ফ্রেডারিক স্নাইডার প্রায় ৪০ বছর ধরে ধারাবাহিকভাবে কালোটাকা নিয়ে কাজ করছেন। আশির দশকে তিনি মূলত ইউরোপের বিভিন্ন দেশের কালোটাকা নিয়ে গবেষণা শুরু করেছিলেন। পরে বিশ্বের ১৫৭টি দেশ নিয়ে তিনি গবেষণা করেছেন। বিশ্বের বিভিন্ন দেশ নিয়ে করা প্রথম সমীক্ষাটি ছিল ১৯৯৯ সালের। পরে এই সমীক্ষার সঙ্গে যুক্ত হয় বিশ্বব্যাংক, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি) এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।