ভুল স্বীকার সিপিএমের
সিপিএমের বিশেষত্ব হলো, তারা মাঝেমধ্যেই গুরুতর রাজনৈতিক ভুল করে। পরে পর্যালোচনা করে সেই ভুল স্বীকার করে। তারপর আবার ভুল করে। এর আগে নেতাজির মূল্যায়নে তারা ভুল করেছে, জ্যোতিবাবুকে প্রধানমন্ত্রী হতে না দিয়ে 'ঐতিহাসিক ভুল' করেছে, পশ্চিমবঙ্গে ৩৪ বছরের শাসন শেষ হওয়ার পর অনেক খামতি ও ভুলের কথা তারা স্বীকার করেছে। এবার রাজ্যের মানুষ তাদের শূন্য হাতে ফিরিয়েছে।