ফ্লোরিডায় ভবন ধস: ৮৬ জন নিখোঁজ থাকলেও অনুসন্ধান বন্ধ ঘোষণা
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতে ১২ তলা ভবন ধসের ঘটনায় জীবিতদের অনুসন্ধান বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ঘোষণার সময় পর্যন্ত ৮৬ জন নিখোঁজ ছিলেন। ধারণা করা হচ্ছে, ভবনটি যেভাবে ধসে পড়েছে তাতে কারো আর বেঁচে থাকার সম্ভাবনা নেই। বুধবার (৭ জুলাই) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। গত ২৪ জুন ভবনটি ধসে পড়ে।
প্রতিবেদনে বলা হয়, কাউন্টি মেয়র ড্যানিয়েলা লেভাইন কাভা বলেছেন, এই মুহূর্তে আমরা এই অনুসন্ধান এবং উদ্ধার অভিযানের প্রতিটি বিকল্প শেষ করেছি। যারা হারিয়ে গেছে তাদের ফিরিয়ে আনার মতো কিছু আর আমরা করতে পারব না।