রদবদলের ঘূর্ণি, নজরে মিশন '২৪
নয়াদিল্লি: একদিকে বাংলায় হারের 'টাটকা ক্ষত', অন্যদিকে আগামী বছর উত্তরপ্রদেশ বিধানসভা ভোটে BJP-র অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। রাজনীতির এই কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার প্রথম রদবদলে চমকের পর চমক। পারফরম্যান্স থেকে রাজনীতি, ভোটের অঙ্ক- নতুন মন্ত্রিসভা ঢেলে সাজাতে বাদ গেল না কোনও সমীকরণই। সর্বোপরি সবক'টি মন্ত্রকের মধ্যে সমন্বয় সাধন তথা নজরদারির কাজটি করতে নতুন 'কো-অপারেশন মন্ত্রক'-এর সূচনা করে ফেললেন প্রধানমন্ত্রী, আর তার মাথায় বসানো হলো মোদীর 'ডান হাত' তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে!
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর আগে