কঠোর লকডাউনে বিনা কারণে ঘরের বাইরে বের হওয়া, স্বাস্থ্যবিধি না মানা, মাস্ক না পরাসহ বিভিন্ন অভিযোগে গত সাতদিনে সিরাজগঞ্জে ৭৭৪টি মামলায় ৯৬০ জনের কাছ থেকে প্রায় ৪ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৭ জুলাই) রাত ৯টার দিকে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার (করোনা সেলের দায়িত্বে থাকা) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।