![](https://media.priyo.com/img/500x/https://static.dw.com/image/58186536_6.jpg)
অ্যামেরিকায় শুরু পাখিদের মহামারি
করোনায় রক্ষা নেই, এবার পাখির মহামারি শুরু হয়েছে অ্যামেরিকায়। রাজধানী থেকে শুরু করে বিস্তীর্ণ এলাকা জুড়ে পাখির মৃতদেহ পড়ে আছে। প্রায় দুই মাস ধরে এই মহামারি চলছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কিন্তু কীভাবে পাখির মৃত্যু হচ্ছে, তা এখনো অস্পষ্ট।