![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fassetsds.cdnedge.bluemix.net%2Fbangla%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fbig_2%2Fpublic%2Ffeature%2Fimages%2Fjuma.jpg%3Fitok%3DJCx8S8ql)
দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার আত্মসমর্পণ
আদালত অবমাননার দায়ে কারাদণ্ড ভোগ করতে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা।
বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, গতকাল বুধবার মধ্যরাতে আত্মসমর্পণ করেন তিনি।
জ্যাকব জুমার ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, জুমা কোয়া জুলু-নাটাল প্রদেশে তার বাড়ির পাশে একটি কারাগারে কারাভোগ করবেন।
এর আগে পুলিশ জানায়, তিনি বুধবারের মধ্যে আত্মসমর্পণ না করলে পুলিশ তাকে গ্রেপ্তার করবে। গত রোববার জুমা আত্মসমর্পণে অস্বীকৃতি জানালে পুলিশ তাকে এই সময়সীমা বেঁধে দেয়।