You have reached your daily news limit

Please log in to continue


সড়ক নিরাপত্তায় হুমকি মোটরসাইকেল ও ট্রাক

চলতি বছরের গত জুন মাসে দেশে ৩২৭টি সড়ক দুর্ঘটনায় ৩৯৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪২৩ জন। মে মাসের তুলনায় জুনে সড়ক দুর্ঘটনা কম। গত মে মাসে ৪৪১টি দুর্ঘটনায় ৫৬২ জন নিহত হয়েছিল। গড়ে প্রতিদিন নিহত হয়েছিল ১৮ দশমিক ১২ জন। জুন মাসে প্রতিদিন নিহত হয়েছে ১৩ দশমিক ২৬ জন। তবে জুন মাসের অর্ধেক সময় জুড়ে এলাকাভিত্তিক লকডাউনে বিভিন্ন জেলা শহরে যানবাহন বন্ধ ছিল এবং ২৮ জুন থেকে সর্বাত্মক লকডাউনে সারা দেশে গণপরিবহন বন্ধ ছিল বলে সড়ক দুর্ঘটনা ও নিহতের সংখ্যা কম বলে জানিয়েছে সড়ক দুর্ঘটনা নিয়ে কাজ করা রোড সেফটি ফাউন্ডেশন। সড়কে নিরাপত্তার ক্ষেত্রে চরম হুমকি হয়ে উঠেছে মোটরসাইকেল ও ট্রাক বলে দাবি করেছে সংস্থাটি। অপ্রাপ্তবয়স্ক এবং যুবকদের বেপরোয়া মোটরসাইকেল চালানোর কারণে তারা নিজেরা দুর্ঘটনার শিকার হচ্ছেন এবং অন্যান্য যানবাহনকে ঝুঁকিতে ফেলছেন। তাই পরিস্থিতি বিবেচনায় সড়ক দুর্ঘটনা রোধে একটি সমন্বিত টেকসই উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন।

 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন