চাঁদার দাবিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে করোনা রোগীর লাশ বহনকারী অ্যাম্বুলেন্স আটকে চাবি ছিনিয়ে নেয়ার ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। বুধবার (৭ জুলাই) বিকেলে মেডিকেল কলেজের অধ্যাপক ডা. আফতাব উদ্দিনকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
তদন্ত কমিটি গঠনের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডা. চিত্তরঞ্জন দেবনাথ। তিনি বলেন, ‘বিকেলে কলেজ কর্তৃপক্ষ অধ্যাপক ডা. আফতাব উদ্দিনকে প্রধান করে এ ঘটনা তদন্তে কমিটি গঠন করে। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।’