![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-07%252F5fb077d7-c2ef-412d-b108-2615133f834a%252F210294972_526385135275615_4473069090462693373_n.jpg%3Frect%3D0%252C34%252C944%252C496%26w%3D1200%26ar%3D40%253A21%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26mode%3Dcrop%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_width_pct%3D1)
প্রথমবার ভোগের প্রচ্ছদে বিখ্যাত মা-মেয়ে
দুজনের মধ্যে যে বয়ে গেছে ৪০টা বছর, তা যেন বোঝার উপায় নেই। ইতালির স্থানীয় সময় অনুযায়ী তখন ভোর। ভোগের ইতালি সংস্করণের জুলাই মাসের প্রচ্ছদে দেখা দিলেন মা–মেয়ে। যেন দুই পরির রূপের প্রতিযোগিতা চলছে। ম্যাগাজিনের দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকেও দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন সবাই। কাকে রেখে কাকে দেখবেন।
অনেকেই গালে হাত দিয়ে নস্টালজিক হয়ে পড়বেন। দম আটকে এই নায়িকার দিকে তাকিয়ে থেকে আনমনে বিড়বিড় করে বলবেন বলবেন, মনিকার কী আর বয়স বাড়ে! তাঁর ওপর থেকেই তো চোখই সরে না! কিছুতেই যেন পুরোনো হবেন না বলে ঠিক করেছেন তিনি। দশকের পর দশক ধরে থাকবেন একই রকম আবেদনময়ী আর রহস্যময় তারুণ্যে ভরপুর।
- ট্যাগ:
- লাইফ
- জীবন চর্চা
- 'ভোগ' প্রচ্ছদ
- মা-মেয়ে
- আবেদনময়ী