![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fentertainment%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fdilip-20210707175620.jpg)
দিলীপ কুমারের সঙ্গে তিনদিন, স্মৃতিচারণ করলেন আলমগীর
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৭ জুলাই ২০২১, ১৭:৫৬
ভারতের বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার আর নেই। পুরো বলিউড তাকে হারিয়ে শোকে আচ্ছন্ন। কিংবদন্তি এ অভিনেতা তুমুল জনপ্রিয় ছিলেন বাংলাদেশে।
এদেশের অনেক তারকাই তাকে আইডল মনে করেন। তাকে সম্মান করেন একজন জাত অভিনেতা হিসেবে।