![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/07/03/lockdown-defaulter-prison-van-030721-02.jpg/ALTERNATES/w640/lockdown-defaulter-prison-van-030721-02.jpg)
গাদাগাদি করে কোর্টে তোলার বিকল্প ভাবতে বলল হাই কোর্ট
কঠোর লকডাউনের মধ্যে বাইরে বের হওয়ার কারণে যাদের গ্রেপ্তার করা হচ্ছে, সংক্রমণ ঝুঁকি বিবেচনায় তাদের গাদাগাদি করে আদালতে হাজির করার বদলে বিকল্প কী ব্যবস্থা নেওয়া যায়, তা ভাবতে বলেছে হাই কোর্ট।
কঠোর লকডাউনের মধ্যে বাইরে বের হওয়ার কারণে যাদের গ্রেপ্তার করা হচ্ছে, সংক্রমণ ঝুঁকি বিবেচনায় তাদের গাদাগাদি করে আদালতে হাজির করার বদলে বিকল্প কী ব্যবস্থা নেওয়া যায়, তা ভাবতে বলেছে হাই কোর্ট।