কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ভাঙনে নিঃস্ব মানুষের কান্না কেউ শোনে?

সমকাল শেখ রোকন প্রকাশিত: ০৭ জুলাই ২০২১, ১০:২৭

দেশের উত্তরাঞ্চলে তিস্তা ও যমুনা অববাহিকায় বন্যার 'পদধ্বনি' যথার্থই শুনতে পাচ্ছে সংবাদমাধ্যম। কিন্তু এর 'মুষ্ট্যাঘাত' কি ততটা দেখতে পাচ্ছে? অথচ বন্যা নয়; বর্ষাকালের মূল দুর্যোগ নদীভাঙন। বন্যা বহুলাংশে বরং উপকারী, বড়জোর এক-দুই সপ্তাহের দুর্ভোগ। কিন্তু নদীভাঙন সর্বাংশে বিধ্বংসী, সবচেয়ে বড় দুর্যোগ। ঘূর্ণিঝড়ে ঘর উড়ে গেলেও ভিটেটুকু থাকে; বন্যায় ফসল ভেসে গেলেও জমিটুকু থাকে; আগুনে সব ভস্মীভূত হলেও ছাইটুকু থাকে। কিন্তু নদীভাঙনে সব সম্বল শেষ হয়ে যায়।


নদীভাঙনে সকাল বেলার আমির যে সন্ধ্যাবেলাতেই ফকির হতে পারে- জাতীয় কবি কাজী নজরুল ইসলাম গানে গানে বলে গেছেন বহু আগে। আর রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহির উদ্দিন এই সত্য বুঝেছেন নিজের জীবন ও জীবিকা দিয়ে। তাই সংবাদমাধ্যমের কাছে বলেছেন- 'কষ্ট হলেও পানিবন্দি হয়ে থাকা যায়; কিন্তু বাড়ি ভেঙে গেলে তার মতো কষ্ট আর হয় না।' (বিডিনিউজ, ৫ জুলাই, ২০২১)।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও