মিয়ানমার সংকটে আসিয়ানকে সমর্থন রাশিয়ার
মিয়ানমারের চলমান সংকট নিরসনে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস (আসিয়ান) যে পাঁচ দফা ঠিক করেছে তাতে রাশিয়ার দৃঢ় সমর্থন আছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী।
মস্কো মিয়ানমারের সামরিক নেতৃত্বকেও এই বার্তা জানিয়ে দিয়েছে বলে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা সফরকালে মঙ্গলবার ল্যাভরভ এসব কথা জানান। ল্যাভরভ বলেছেন, ‘মিয়ানমারের যে নেতারা এবং সামরিক নেতৃত্বের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে, তাদেরকে আমরা আসিয়ানের নেওয়া অবস্থানের কথাই বলেছি। আমাদের দৃষ্টিতে সংকট নিরসন ও মিয়ানমারে স্বাভাবিক অবস্থা ফেরাতে এই অবস্থানই ভিত্তি হিসেবে বিবেচিত হওয়া উচিত।’