ডেলটার চেয়ে ভয়ঙ্কর ল্যাম্বডা ভ্যারিয়েন্ট, ছড়িয়েছে ৩০ দেশে
ল্যাটিন আমেরিকান দেশ পেরু থেকে ছড়িয়ে পড়া করোনার নতুন ধরন ‘ল্যাম্বডা’ বিশ্ব জুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে। এটি করোনার ডেলটা ভ্যারিয়েন্টের চেয়ে বিপদজনক। গত চার সপ্তাহে এ ভাইরাসটি অন্তত ৩০টি দেশে শনাক্ত হয়েছে বলে জানিয়েছে মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়।
গতকাল এক টুইট বার্তায় বলা হয়েছে, এই ধরনটি মূলত পেরুর। করোনার এ ধরনটিতে মৃত্যুর হার বিশ্বে সবচেয়ে বেশি। অস্ট্রেলিয়ার গণমাধ্যমে বলা হয়েছে, করোনার ল্যাম্বডা ধরনটি যুক্তরাজ্যেও শনাক্ত হয়েছে। গবেষকরা বলছেন, এ ভাইরাসটি ডেলটার ধরনের চেয়ে ভয়াবহ। এটি ডেলটার চেয়ে বেশি সংক্রামক।