বিদ্যুৎ বিভ্রাটে বিক্ষোভ ইরানে, ক্ষমা চাইলেন রুহানি
ইরানে তীব্র তাপদাহের মধ্যে বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাটের জেরে ব্যাপক সমালোচনা ও রাস্তায় শুরু হওয়া প্রতিবাদ-বিক্ষোভের মুখে জনগণের কাছে ক্ষমা চেয়েছেন প্রেসিডেন্ট হাসান রুহানি। ইরানের কর্মকর্তারা তাপদাহের কারণে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়াকে এই বিদ্যুৎ বিভ্রাটের জন্য দায়ী করেছেন।
তাছাড়া, বৃষ্টি কম হওয়ার কারণে জলবিদ্যুৎ উৎপাদন কমে যাওয়া এবং অবৈধ ‘ক্রিপ্টোকারেন্সি’কারখানাগুলোর অঢেল বিদ্যুৎ খরচ করাকে বিদ্যুৎ বিভ্রাটের অন্যতম কারণ বলে জানিয়েছেন তারা।