![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F07%2F06%2Fgopalgang.jpg%3Fitok%3DVGky6Eqt)
গোপালগঞ্জে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প
করোনা পরিস্থিতির এ সংকটময় মুহূর্তে বিভিন্ন রোগীদের চিকিৎসা দিতে গোপালগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন করেছে সেনাবাহিনীর ১৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। আজ মঙ্গলবার দিনব্যাপী টুঙ্গিপাড়া উপজেলার জিটি উচ্চ বিদ্যালয় মাঠে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। সেনাবাহিনীর পাঁচজন চিকিৎসকের সমন্বয়ে এ মেডিকেল টিম ২৫০ রোগীকে চিকিৎসা দেয়।
আজ বেলা সাড়ে ১১টার দিকে গিমাডাঙ্গা টুঙ্গীপাড়া (জিটি) মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পেইনের উদ্বোধন করেন ৮৮ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনোয়ার হোসেন খান।