পশু বিক্রি হবে কি-না, চিন্তায় কমলগঞ্জের খামারিরা
মৌলভীবাজারের কমলগঞ্জে কোরবানির ঈদকে সামনে রেখে পারিবারিকসহ ছোটবড় খামারে প্রায় ৫ হাজার গবাদি পশু বিক্রির জন্য পালন করা হয়েছে। কিন্তু করোনাভাইরাসের কারণে ঈদের আগে লকডাউন হওয়ায় এতে হতাশ হয়ে পড়েছেন খামারিরা। অনেকেই ফেসবুকে গরু বিক্রি করা হবে বলে গ্রাহকদের নজর কাড়ার চেষ্টা করছেন। আসন্ন ঈদে পশুগুলো বিক্রি করতে পারবেন কি-না এ নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তাদের।