![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fsports%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Funtitled-56-20210706181931.jpg)
সেমিফাইনাল টাইব্রেকারে যাক, চায় না আর্জেন্টিনা
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৬ জুলাই ২০২১, ১৮:২৪
চলতি কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনালের চার ম্যাচের মধ্যে দুটির ফল এসেছে টাইব্রেকারের মাধ্যমে। প্রথম কোয়ার্টারে নির্ধারিত ৯০ মিনিটে ৩-৩ গোলে ড্র ছিল পেরু-প্যারাগুয়ে ম্যাচ। পরে টাইব্রেকারে সেটি ৪-৩ ব্যবধানে জিতে নেয় পেরু।