![](https://media.priyo.com/img/500x/https://www.bd-pratidin.com/assets/news_images/2021/07/06/og/155656_bangladesh_pratidin_comilla-map.jpg)
হোমনায় বেড়েছে কুকুরের উপদ্রব, কামড়ে আহত ৮
কুমিল্লার হোমনায় আবারও বেড়েছে কুকুরের উপদ্রব। আবারও পাগলা কুকুরের আক্রমণে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৮ জন। গত এক মাসের মধ্যে এটি দ্বিতীয় বারের মতো ঘটনা। উপজেলার নিলখী এবং ছোট ঘারমোড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন-ছোট ঘারমোড়া গ্রামের সুমন মিয়ার ছেলে মাহিন (১০), নিলখী গ্রামের সরফত আলীর ছেলে মো. জুলহাস (৫০), একই গ্রামের জহুর উদ্দিনের ছেলে ইসমাইল (৪০), হামজাদ আলীর ছেলে ময়নাল মিয়া (৩০), রফিকুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (১৭), মো. মোস্তফার স্ত্রী ফজিলত নেসা (৫৫), ইউসুফ আলীর ছেলে সাব মিয়া (৩৭) ও তোফাজ্জল হোসেনের স্ত্রী বেলাতত নেসা (৫০)।
- ট্যাগ:
- বাংলাদেশ
- আহত
- কুকুরের কামড়
- আতঙ্কিত মানুষ