শাহবাগে সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও বিজিবির কড়া অবস্থান
করোনাভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউ ও সংক্রমণ নিয়ন্ত্রণে আরোপিত কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে কড়া অবস্থানে প্রশাসন। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও স্থানগুলোতে ভ্রাম্যমাণ আদালত ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করছে সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও পুলিশ। তারই ধারাবাহিকতায় শাহবাগ মোড়ে মঙ্গলবার (০৬ জুলাই) বেলা ১২টা থেকে স্বতন্ত্রভাবে নিজেদের কার্যক্রম পরিচালনা করে সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও বিজিবি।
বিভিন্ন পরিবহন ও যাত্রীদের চেকপোস্টে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এসময় রাস্তায় বের হওয়া বিভিন্ন পরিবহন ও যাত্রীদের চেকপোস্টে জিজ্ঞাসাবাদ করা হয়। জানতে চাওয়া হয় বাহিরে বের হওয়ার যুক্তিসংগত কারণ।যুক্তিসংগত কারণ দেখাতে না পারলে পরিবহন ও যাত্রীদের সংক্রমণ রোগ নিয়ন্ত্রণ আইনে জরিমানা করতে দেখা গেছে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ১ সপ্তাহ আগে
১০ মাস, ১ সপ্তাহ আগে