You have reached your daily news limit

Please log in to continue


এবারও ট্রেনে চড়বে কোরবানির পশু

ঢাকায় কোরবানির পশু সরবরাহের জন্য গত বছরের মতে এবারও ঈদের আগের ৩ দিন ‘ক্যাটল স্পেশাল ট্রেনের’ ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে। মঙ্গলবার রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরিফুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঈদের আগে ১৭, ১৮ ও ১৯ জুলাই কোরবানির পশু পরিবহনের জন্য এই বিশেষ ট্রেন পরিচালনা করা হবে।

তিনি জানান, জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার থেকে ঢাকার মধ্যে এই ট্রেন চলবে। দেওয়ানগঞ্জ বাজার থেকে বেলা সাড়ে ৩টায় ট্রেন ছেড়ে ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছাবে পরের দিন সকাল ছয়টায়। একটি ট্রেনে ৪০০টি পর্যন্ত পশু পরিবহন করা যাবে। গত বছরের মতে এবারও ভাড়া গরু প্রতি ৫০০ টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন