![](https://media.priyo.com/img/500x/https://imaginary.barta24.com/watermarkimage?image=https://barta24.com/watermark.png&path=/uploads/news/2021/Jul/06/1625548775326.png&width=600&height=315&top=271)
এন্ড্রু কিশোর বাংলা গানের ঐশ্বর্য: হানিফ সংকেত
বার্তা২৪
প্রকাশিত: ০৬ জুলাই ২০২১, ১১:১৯
‘ডাক দিয়াছেন দয়াল আমারে/রইবো না আর বেশিদিন তোদের মাঝারে’— সত্যিই তো খুব বেশিদিন আমাদের মাঝে ছিলেন না এন্ড্রু কিশোর। এমন দরাজ কণ্ঠ আর গায়কিতে মুগ্ধ করা শিল্পীর জন্য ৬৫ বছর খুব কম সময়ই। গত বছরের ৬ জুলাই দয়ালের ডাকে সব স্মৃতি পেছনে ফেলে, সবাইকে কাঁদিয়ে অপার অসীমে চলে গিয়েছেন ‘প্লেব্যাক সম্রাট’।