ফসল উৎপাদনে কোটি টাকার লোকসান খোদ কৃষি উন্নয়ন করপোরেশনেই!
নানা অনিয়মের মধ্যে চলছে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)। এ নিয়ে বাংলা ট্রিবিউন-এর ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব থাকছে আজ।
কৃষকদের বাম্পার ফলন কিংবা খামার করে লাখপতি হওয়ার খবর শোনা যায় প্রায়ই। বাংলাদেশের আবহাওয়া কৃষিকাজের জন্য বরাবরই অনুকূলে। কিন্তু খোদ কৃষি উন্নয়ন করপোরেশনই কৃষিতে লোকসান গুনছে কোটি টাকা!
বিএডিসির নিয়ন্ত্রণে থাকা ১৩টি প্রতিষ্ঠানে চাষাবাদ হয়। তার প্রতিটিতেই আয়ের চেয়ে ব্যয় অস্বাভাবিক বেশি দেখা গেছে। ফসল ফলাতে গিয়ে সংস্থাটির প্রায় দুই কোটি ২৭ লাখ ৫০ হাজার টাকারও বেশি লোকসান হয়েছে। এ ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়েছে ২০১৫ থেকে ২০১৯ অর্থবছরে। সরকারি এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বিএডিসি বলছে, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে টাগের্ট অনুযায়ী ফসল উৎপাদন না হওয়ায় লোকসান হয়েছে।