WhatsApp ব্যবহার করুন ফোন নম্বর বা SIM ছাড়াই, কী ভাবে? জানুন পদ্ধতি
এইসময় (ভারত)
প্রকাশিত: ০৫ জুলাই ২০২১, ১৩:৫৮
WhatsApp-এ যে কোনও ব্যক্তিকে মেসেজ পাঠালেই, সেই ব্যক্তির ফোনে আপনার ফোন নম্বর ভেসে ওঠে। আর সেখানেই বড় সমস্যাষ কারণ, নিজের ফোন নম্বর গোপন রেখে WhatsApp-এ মেসেজ পাঠানোর অ্যাপের মধ্যে কোনও ফিচার্স এখনও পর্যন্ত নেই। তবে, আপনি চাইলেই সিম কার্ড ছাড়াও WhatsApp-এ রেজিস্টার করতে পারেন। সে ক্ষেত্রে নিজের মোবাইল নম্বরও গোপন রাখতে পারবেন।
সিম কার্ড ছাড়াও WhatsApp ব্যবহারের জন্য ফোনে কয়েকটি জিনিস আগে থেকেই সেট করে নিতে হবে। তার জন্য আপনার ফোন অথবা ট্যাবলেটে প্রথমেই WhatsApp ইনস্টল করুন।