১৫৬ জায়গায় জলাবদ্ধতা

প্রথম আলো ঢাকা মেট্রোপলিটন প্রকাশিত: ০৫ জুলাই ২০২১, ০৮:৩৫

বৃষ্টি হলে রাজধানী ঢাকার ১৫৬টি জায়গায় এখন জলাবদ্ধতা হয়। গতকাল রোববারও প্রচুর বৃষ্টিপাত হয়েছে এবং যথারীতি জলাবদ্ধতাও হয়েছে অনেক জায়গায়। এ অবস্থায় ঢাকার দুই সিটি করপোরেশন আপাতত স্বল্প ও মধ্যমেয়াদি কর্মসূচি নিয়ে এই বর্ষা পার করার চেষ্টা করছে। তবে নগরবিদ ও করপোরেশনের প্রকৌশলীদের ধারণা, ঢাকায় চলতি বর্ষার পাশাপাশি আগামী বর্ষায়ও জলাবদ্ধতাকে মেনে নিয়েই চলতে হবে।


গত ১ জুন প্রচুর বৃষ্টিপাত হয় ঢাকায়। এতে বেশ কিছু জায়গায় দীর্ঘ জলাবদ্ধতা দেখা দেয়। সেদিন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) জলাবদ্ধতার একটি মানচিত্র তৈরি করে। ডিএনসিসির প্রকৌশল বিভাগের প্রস্তুত করা ওই মানচিত্র অনুযায়ী, উত্তর সিটির ১০৩টি স্থানে সাময়িক বা দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা হচ্ছে। এর মধ্যে উত্তরা-১, কাওলা, মিরপুর-১৪, কল্যাণপুর, পাইকপাড়া ও হাতিরঝিল—এই ৬টি জায়গাকে বেশি সমস্যাপ্রবণ বলে চিহ্নিত করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও