মাঝিদের জীবন-বৈঠা আর চলছে না
সারাদেশে করোনার প্রকোপে বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ। ক্ষুধার তাড়নায় অনেকটা বাধ্য হয়েই চলমান বিধিনিষেধের মধ্যেই তারা বেরুচ্ছেন কাজের সন্ধানে। রাজধানীর সদরঘাটে দেখা গেছে, স্বল্পপরিসরে নৌকা চলছে বুড়িগঙ্গায়। একেকটি নৌকায় নেওয়া হচ্ছে তিন-চার জন, ওয়াইজঘাট থেকে নদীর ওপারে গেলেই জনপ্রতি গুনতে হচ্ছে ১০ টাকা আর রিজার্ভ হলে ৩০-৪০ টাকা। আগে এক নৌকায় পাঁচ জন করে জনপ্রতি পাঁচ টাকা নেওয়া হতো, আর রিজার্ভ হলে ১৫-২০ টাকা। এখন দেড়-দুই ঘণ্টা অপেক্ষা করেও যাত্রী পাচ্ছেন না মাঝিরা।
এক জন যাত্রী আসলেই সবাই হুমড়ি খেয়ে পড়ছেন কে আগে নৌকায় উঠাবেন। যাত্রী কমে যাওয়ায় বিপাকে পড়েছেন মাঝিরা। করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে গত বৃহস্পতিবার (১ জুলাই) থেকে শুরু হয়েছে সর্বাত্মক বিধিনিষেধ। এতে সবকিছু বন্ধ হয়ে গেছে, ঠিকমতো নৌকা চালাতে না পেরে অনেকটা অর্থকষ্টে দিন কাটছে মাঝিদের।