কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মেয়েদের দ্বৈতে হারলেন সানিয়া

বার্তা২৪ যুক্তরাজ্য / ইংল্যান্ড প্রকাশিত: ০৪ জুলাই ২০২১, ২০:২৪

উইম্বলডনের মেয়েদের দ্বৈত ইভেন্টে সানিয়া মির্জার শুরুটা হয়েছিল জয় দিয়ে। কিন্তু ঘাসের কোর্টের গ্র্যান্ড স্ল্যামে তার জয়যাত্রাটা এক ম্যাচেই থমকে গেল। সঙ্গী বিথ্যানি ম্যাটেন স্যান্ডসকে নিয়ে আসরের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিলেন টেনিসের এ গ্ল্যামার গার্ল।


দ্বিতীয় রাউন্ডের লড়াইয়ে রাশিয়ার এলেনা ভেসনিনা ও ভেরোনিকা কুদেরমেতোভা জুটির কাছে সরাসরি সেটে ৪-৬ ও ৩-৬ গেমে ধরাশায়ী হয়েছেন সানিয়া-বিথ্যানি জুটি। দ্বৈত ইভেন্টে স্বপ্ন ভাঙলেও মিশ্র দ্বৈতে এখনো শিরোপা জয়ের আশা বাঁচিয়ে রেখেছেন হায়দরাবাদের এ কন্যা। যেখানে ভারতীয় টেনিস মেগাস্টার জুটি বেঁধেছেন রোহান বোপান্নার সঙ্গে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও