‘আমাদের কোনো উপায় নাই’
লকডাউনে বাংলাদেশে রাজধানীর দিন আন দিন খাওয়া মানুষেরা চরম বিপদে পড়েছেন৷ কাজ নেই আবার কোনো সহায়তাও পচ্ছেন না৷ রিকশা চললেও যাত্রী না থাকায় চালকরা দিশেহারা, কাজহীন দিনমজুর ও নির্মাণ শ্রমিকরা৷ কঠোর লকডাউনেও রবিবার বৃষ্টি থামার পর দুপরের দিকে মৎস্য ভবনের সড়কের পথে ফুটপাথে একটি কাঠের বাক্সের ওপর চা, বিস্কুটসহ আরো কিছু পণ্য সাজিয়ে বসেন লাবনী বেগম৷ কথা বলতে গেলে ইতস্তত বোধ করেন৷ যেন কিছুটা ভয় পেয়েছেন৷
সব কিছু গুটিয়ে চলে যেতে চান৷ তবে সাংবাদিক পরিচয় দিয়ে কথা বলতে গেলে আশ্বস্ত হন৷ প্রশ্ন করি লকডাউনে তো এরকম রাস্তার পাশে দোকান দেয়া যাবে না৷ বাইরে বের হওয়া নিষেধ৷ কেন বের হয়েছেন? জবাবে জানালেন, ‘‘আমার একটি ছেলে আছে৷ স্বামী নেই৷ ছেলেটি কিডনি রোগে আক্রান্ত৷ প্রতিদিন সাড়ে ছয়শো টাকার ওষুধ লাগে৷ এই টাকা জোগাড় করতে না পারলে আমার ছেলেকে বাঁচাতে পারব না৷ দোকান দেয়া ছাড়া আর কোনো উপায় নেই আমার৷ আমি কী করব!’’