চুয়াডাঙ্গায় এক দিনে ১৪০ জনের করোনা শনাক্ত

প্রথম আলো চুয়াডাঙ্গা সদর প্রকাশিত: ০৪ জুলাই ২০২১, ১৭:০৫

চুয়াডাঙ্গায় সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ৪১৫ জনের নমুনা পরীক্ষা করে ১৪০ জন করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৩ দশমিক ৭৩ শতাংশ। করোনা শুরুর পর থেকে এক দিনে এটিই সর্বোচ্চ পরীক্ষা ও শনাক্তের ঘটনা। এ সময়ে মারা গেছেন অন্তত চারজন। সব মিলিয়ে এ পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা ১১৩।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, গত ২৪ ঘণ্টায় ভারত সীমান্তবর্তী জীবননগর উপজেলায় সবচেয়ে বেশি ৪৬ জন আক্রান্ত হয়েছেন। পর্যায়ক্রমে দ্বিতীয় অবস্থানে রয়েছে সীমান্তবর্তী আরেক উপজেলা দামুড়হুদা। এই উপজেলায় আক্রান্তের সংখ্যা ৩৬। এ ছাড়া সদর উপজেলায় ৩০ ও আলমডাঙ্গা উপজেলায় ২৮ জন আক্রান্ত হয়েছেন। এ ছাড়া গত এক সপ্তাহে ১ হাজার ৬৩৪ জনের নমুনা পরীক্ষা করে ৫৭০ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এ সপ্তাহে শনাক্তের হার ৩৪ দশমিক ৮৮ শতাংশ।
বিজ্ঞাপন

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও