![](https://media.priyo.com/img/500x/https://www.ittefaq.com.bd/image-contents/600x315x1x1/news-photos/2021/07/04/image-257067-1625395344.jpg)
সোমালিয়ায় আত্মঘাতী হামলায় ১০ জন নিহত
সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে একটি জনাকীর্ণ চায়ের দোকানে আল-শাবাব জিহাদি গ্রুপের এক ভয়াবহ আত্মঘাতী হামলায় ১০ জন নিহত এবং আরো অনেক লোক আহত হয়েছেন।
বার্তা সংস্থা এএফপি’র বরাতে জানা যায়, তথ্য, সাংস্কৃতি ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ২ জুলাই সন্ধ্যার দিকে আত্মঘাতী এক বোমা হামলাকারী জুবা হোটেলের কাছে তার শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়। এতে কমপক্ষে ১০ জন নিহত এবং আরো অনেক লোক আহত হন।