![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-07%252Fd56c2df8-73d5-4023-8b7b-f2e5bc8125ac%252FBarguna_DH0700_20210704_barguna_pic_6_.jpg%3Frect%3D0%252C255%252C4555%252C2391%26w%3D1200%26ar%3D40%253A21%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26mode%3Dcrop%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_width_pct%3D1)
৩০ মণের ‘মহারাজ’, দাম হাঁকা হচ্ছে ১২ লাখ
কোরবানি উপলক্ষে বিক্রির জন্য ৩০ মণ ওজনের একটি ষাঁড় প্রস্তুত করেছেন হাফিজুর রহমান সোহাগ। শখ করে ষাঁড়টির নাম রেখেছেন মহারাজ। আট ফুট লম্বা কালো রঙের মহারাজের বয়স চার বছর। মহারাজ ছাড়াও তাঁর খামারে আছে আরও তিনটি ষাঁড়। মহারাজ সবচেয়ে সুঠাম ও আকর্ষণীয় হওয়ায় ১২ লাখ টাকা দাম হাঁকিয়েছেন তিনি।
খামারি হাফিজুরের বাড়ি বরগুনার বেতাগী উপজেলার সদর ইউনিয়নের বটতলা গ্রামে। সেখানে তিনি প্রতিষ্ঠা করেছেন ‘জাহানারা অ্যাগ্রো ফার্ম’ নামে খামার। অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের ষাঁড়টি দেখতে প্রতিদিন আশপাশের মানুষ তাঁর খামারে ভিড় করছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- মূল্যবৃদ্ধি
- কোরবানির পশু
- গরুর দাম