ব্রিটিশ কলাম্বিয়াতে গরম কমলেও বাড়ছে বনের আগুন
শীতের দেশ কানাডায় এ বছর হানা দিয়েছে গরম এবং আগুন। সম্প্রতি ব্রিটিশ কলাম্বিয়া লিটন নামের একটি শহরে এ বছর দেশটির ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রা ৪৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এ ধরনের তাপমাত্রা কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার মানুষ কোনো দিন দেখেনি। প্রাকৃতিকভাবে ১ জুলাইয়ের পর এ তাপমাত্রার কিছুটা কমলেও ওই সব এলাকার বিভিন্ন বনাঞ্চলে বাড়ছে দাবানল।