![](https://media.priyo.com/img/500x/https://ichef.bbci.co.uk/news/1024/branded_bengali/14CE7/production/_119232258_fbfb94f2-0298-49fe-8b7b-db9ff58ff785.jpg)
ধর্মীয় প্রতিষ্ঠানের বাইরে সামাজিক চ্যারিটিতে আগ্রহ কম কেন?
বিবিসি বাংলা (ইংল্যান্ড)
প্রকাশিত: ০৪ জুলাই ২০২১, ০৮:৪৪
বাংলাদেশে মসজিদ কিংবা মাজারের মতো ধর্মীয় প্রতিষ্ঠানে বিপুল অংকের অর্থ জমা পড়ার ঘটনা বিভিন্ন সময় গণমাধ্যমে আলোচিত হতে দেখা যায়।
কিন্তু ধর্মীয় প্রতিষ্ঠানের বাইরে সামাজিকভাবে দাতব্য কার্যক্রমের প্রবণতা সেভাবে দেখা যায় না।
বাংলাদেশে প্রাতিষ্ঠানিকভাবে দাতব্য কার্যক্রম কেন সেভাবে বিস্তৃত হচ্ছে না?
আর মানুষের মধ্যেই বা কেন বিশেষতঃ ধর্মীয় উদ্দেশ্যেই দানের প্রবণতা বেশি দেখা যাচ্ছে?
- ট্যাগ:
- বাংলাদেশ
- আগ্রহ
- চ্যারিটি
- ধর্মীয় প্রতিষ্ঠান