![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fdeath-1-20210703212206.jpg)
টেকনাফে শ্বশুর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নে শ্বশুর বাড়ি থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে টেকনাফ থানা পুলিশ।শনিবার (৩ জুলাই) বিকেলে টেকনাফ সদর ইউনিয়ন দক্ষিণ লেংগুরবিল এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।নিহত শাহিনুর টেকনাফ সদর ইউনিয়নের মৌলভী পাড়া গ্রামের মৃত আব্দুল কাদেরের মেয়ে। গত তিন বছর আগে পারিবারিকভাবে ছৈয়দ আহমদের সঙ্গে তার বিয়ে হয় এবং তাদের এক বছরের শিশু সন্তান রয়েছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- গৃহবধূ
- মরদেহ উদ্ধার
- শ্বশুরবাড়ি