বংশালে শাটার নামিয়ে সেলুন খুলেছেন তারা
সন্ধ্যা ৭টা। পুরান ঢাকার বংশালের নবাবকাটরা রোড। পাশাপাশি থাকা দুটি সেলুনের দুই-তৃতীয়াংশ শাটার খোলা। বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছেন এক ব্যক্তি। কেউ চুল কাটাতে এলে আগে এই পাহারাদারের সঙ্গেই কথা বলতে হয়। কতক্ষণ অপেক্ষা করতে হবে এবং কত টাকা দিতে হবে তিনিই তা নির্ধারণ করে দেন।
এ সময় শাটারের নিচে উঁকি দিয়ে দেখা যায়, দুটি সেলুনের ভেতর পৃথক চারটি চেয়ারে চুল কাটছেন চারজন নরসুন্দর। এই প্রতিবেদক ছবি তুলতে চাইলে তাৎক্ষণিক সেলুন বন্ধ করে দেন তারা। যারা চুল কাটতে বসেছিলেন, তারাও এদিক ওদিক চলে যান।