জরুরি ভিত্তিতে অক্সিজেন প্রয়োজন খুলনা ও রাজশাহী বিভাগে
গত কয়েক সপ্তাহ ধরে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় দেশের অন্তত দুটি বিভাগের সরকারি হাসপাতালগুলোতে মেডিকেল অক্সিজেনের চাহিদা বেড়ে দ্বিগুণ হয়ে গেছে। ফলে এসব হাসপাতালের অক্সিজেন সরবরাহ ব্যবস্থা বড় ধরনের চাপে পড়েছে।
খুলনা ও রাজশাহী বিভাগের অনেক হাসপাতালেই হাই-ফ্লো অক্সিজেনের সংকট মারাত্মক আকার ধারণ করেছে। গতকাল শুক্রবার টানা দ্বিতীয় দিনের মতো অক্সিজেন সহায়তার অভাবে রোগীর মৃত্যুর খবর পাওয়া গেছে।
হাই-ফ্লো ন্যাজাল ক্যানুলা (এইচএফএনসি) নামের একটি ডিভাইসের মাধ্যমে সরবরাহ করা হাই-ফ্লো অক্সিজেনের ঘাটতির কারণে গতকাল দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় বগুড়ার দুটি হাসপাতালে অন্তত ১৩ জন রোগী মারা গেছেন।
খুব কম অক্সিজেন স্যাচুরেশন থাকা রোগীদের এ ক্যানুলার মাধ্যমে অক্সিজেন দেওয়া হয়। কিন্তু, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক হাসপাতালেই ক্রমবর্ধমান রোগীর চাহিদা সামাল দেওয়ার মতো পর্যাপ্ত হাই-ফ্লো ন্যাজাল ক্যানুলা নেই।