খুলনা বিভাগে একদিনে ৩২ জনের মৃত্যু, শনাক্ত কমে অর্ধেক
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনা বিভাগে ৩২ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে ৫৩৯ শরীরে শনাক্ত হয়েছে । গত সাত দিনে এই শনাক্ত সব থেকে কম। খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা বন্ধ থাকায় এই কম বলে ধারণা করা হচ্ছে। এ নিয়ে খুলনা বিভাগে করোনা শনাক্তের সংখ্যা ৫৯ হাজার ২৬০ এবং সুস্থ ৩৯ হাজার ৬৫২ জন। ফলে এই বিভাগে এ মুহূর্তে করোনা রোগীর সংখ্যা ১৯ হাজার ৬০৮ জন।
আজ শনিবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. রাশেদা সুলতানা জানান, খুলনা বিভাগে গতকাল শুক্রবার শনাক্ত ৫৩৯ জন যা গত বৃহস্পতিবার ছিল এক হাজার ২০১ জন। এর আগের দিন বুধবার এক হাজার ২৪৫, মঙ্গলবার এক হাজার ২৭৭, সোমবার এক হাজার ৩৬৭, রোববার এক হাজার ৩৬৭, শনিবার ছিল এক হাজার ২০২, শুক্রবার শনাক্ত ৯৪৮ জন যা বৃহস্পতিবার ছিল এক হাজার ৩২২ জন।