ক্যানসার রোগীদের জন্য করোনার টিকা কার্যকরী? যা জানা গেল গবেষণায়
এইসময় (ভারত)
প্রকাশিত: ০৩ জুলাই ২০২১, ১৫:৩৭
ক্যানাসার আক্রান্তের শরীরে করোনার টিকা কার্যকরী হবে কিনা, এ নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন রয়েছে। অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে, ক্যানসার আক্রান্তদের শরীরে Covid 19 Vaccine-এর দুটি ডোজ নেওয়ার পরও পর্যাপ্ত অ্যান্টিবডি তৈরি হয়নি। যার জেরে সংশয় বেড়েছিল। সম্প্রতি US and Swiss গবেষণায় দাবি করা হয়েছে, অধিকাংশ ক্যানসার রোগীদের শরীরে কার্যকরী হয়েছে করোনার টিকা।
ওই গবেষণায় দেখা গিয়েছে, টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার তিন-চার সপ্তাহ পর ক্যানসার আক্রান্তদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে। তবে, সামান্য সংখ্যক ক্যানসার আক্রান্তদের শরীরে টিকার কার্যকারিতা মেলেনি। Cancer Cell জার্নালে এই গবেষণার রিপোর্ট প্রকাশ করা হয়েছে।